চৌগাছায় কাঠে চাপা পড়ে শিশুর মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩০, ২০২৪, ০৫:৪২ পিএম
চৌগাছায় কাঠে চাপা পড়ে শিশুর মৃত্যু

যশোর চৌগাছায় কাঠের নিচে চাপা পড়ে লাবীব ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলা নারায়পুর ইউনিয়নের কেসমত খানপুর গ্রামে। নিহত শিশু লাবিব কেসমত খানপুর গ্রামের ওমর আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গাছ কেটে বাড়ির পিছনে জড় করে রাখাছিল। সেই কাঠের উপর উঠে খেলা করছিল শিশু লাবীব। অসাবধানবসত তার পা পিছলে উপর থেকে নিচে পড়ে যায়। এ সময় উপর থেকে একটি কাঠের গুড়ি (কাঠ) তার গায়ের উপর এসে পড়ে। বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ইএইচ