যশোরের অভয়নগরে পরিকল্পিত নগরায়ণ ও বনায়ন নিশ্চিতকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে নওয়াপাড়া পৌরসভার সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খুলনা বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মাদ তবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত।
আলোচনা সভায় বক্তব্য দেন, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ, নওয়াপাড়া পৌর কর্মকর্তা সাইফুল ইসলাম, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ¦ ইব্রাহীম হোসেন বিশ্বাস, পৌর কাউন্সিলর তালিম হোসেন।
এ সময় বক্তারা নওয়াপাড়া পৌরসভায় ময়লার ড্যাম্পের জায়গা বরাদ্দ, বাইপাস সড়ক ও শিশু পার্ক নির্মাণ, পরিকল্পিতভাবে নগরায়ণ ও বনায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
ইএইচ