বোয়ালমারীতে ফেন্সিডিল-ইয়াবাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৪, ০১:৩৭ পিএম
বোয়ালমারীতে ফেন্সিডিল-ইয়াবাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পৌরসভার ছোলনা গ্রাম থেকে ৫ বোতল ফেন্সিডিল ও ময়না ইউনিয়নের পূর্ব চরবর্ণি গ্রাম থেকে ৩শ‍‍` পিস ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তারকৃতরা হলো ছোলনা গ্রামের মো. কাইয়ুম মিয়া (৫০) ও পূর্ব চরবর্ণি গ্রামের ইমদাদুল শেখ (৪৪)। গ্রেপ্তারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (ক-সার্কেল) মো. আমিরুল ইসলাম ও উপ-পরিদর্শক (খ-সার্কেল) আতাউর রহমান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গত মঙ্গলবার রাতে বোয়ালমারী থানায় দুটি মামলা করেছেন। মামলা নম্বর ৩, ৪।

মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর মাদকদ্রব্য অধিদপ্তরের একটি দল ছোলনা গ্রামে অভিযান চালিয়ে কাইয়ুম মিয়ার বসত ঘর থেকে ৫ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করে। অপর দিকে ওই দিনই সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব চরবর্ণি গ্রামের ইমদাদুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে ইমদাদুল শেখের বসত ঘরের ড্রেসিং টেবিলের ড্রায়ারের ভেতর থেকে ৩০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে মাদকদ্রব্যের দল। এ সময় মাদক কারবারি ইমদাদুল শেখকে গ্রেপ্তার করে।

থানা অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম বলেন, মাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে।

 বিআরইউ