পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সহধর্মিণীদের সমন্বয়ে গঠিত সংগঠন চাঁপাইনবাবগঞ্জ লেডিস ক্লাব।
শনিবার সকাল সাড়ে ১০টায় লেডিস ক্লাব চত্বরে ২শ জন অসহায় দুস্থ মানুষের প্রত্যেককে ১ কেজি পোলাওয়ের চাল, ১ কেজি মসুর ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ, ২কেজি আলু, ১ প্যাকেট নুডুলস, ১ প্যাকেট খিল, ১ প্যাকেট লাচ্চা সেমাই, ১টি সাবান, ১ প্যাকেট বুন্দিয়া, ১শ গরম মসলা, প্যাকেটজাত দুধ, ১শ গ্রাম কিশমিশ, ১শ গ্রাম জিরা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন লেডিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসকের সহধর্মিণী মাহফুজা সুলতানা।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সহধর্মিণী ডা. রেশমা খাতুন, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, লেডিস ক্লাবের সদস্য ফারুকা বেগম ও অ্যাডভোকেট আঞ্জুমান আরাসহ অন্যরা।
লেডিস ক্লাবের সভাপতি মাহফুজা সুলতানা বলেন- ঈদ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব, এই উৎসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সামান্য হলেও দরিদ্র মানুষকে এইসব খাদ্যসামগ্রী দিতে পেরে আমরা আনন্দিত।
ইএইচ