দুপক্ষের সংঘর্ষে যুবকের মৃত্যু

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৪, ০৩:০৯ পিএম
দুপক্ষের সংঘর্ষে যুবকের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত আক্তার হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আক্তার আড়পাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।

এদিকে সংঘর্ষের ঘটনায় সোমবার রাতেই কালীগঞ্জ থানায় দুই গ্রুপের পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে। ২১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন রুবেল হোসেন। অন্যদিকে ৮ জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করেছেন শেফালি বেগম।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, সোমবার বিকালে উপজেলার নদীপাড়া এলাকায় পুরাতন লোহার জিনিসপত্রের ব্যবসায়ী দেলোয়ার হোসেনের দোকানে এক শিশুকে ধমক দেওয়ায় শহরের নদীপাড়া এলাকায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় দেলোয়ার হোসেন ও পৌর যুবলীগের আহবায়ক শফিকুজ্জামান রাসেল গ্রুপের অন্তত ৮ জন আহত হয়। আহতদের মধ্যে তিন  জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার মধ্যে আক্তার হোসেন নামের একজনের আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা গেছেন তিনি। এলাকায় উত্তেজনা রোধে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

ইএইচ