জামালপুরে ধান ক্ষেতের সঙ্গে শত্রুতা

জামালপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৪, ০৪:০৫ পিএম
জামালপুরে ধান ক্ষেতের সঙ্গে শত্রুতা

জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের বালুয়াটা গ্রামের আছাদুজ্জামানদের ৪০ শতাংশের রোপিত বোরো ক্ষেতে ক্ষতিকারক বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে। এমন অভিযোগ করা হয়েছে সহিদুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা গেছে। জানা গেছে, একই এলাকার সহিদুর রহমান ও আসাদুজ্জামানদের মধ্যে দীর্ঘদিন যাবৎ দহেরপাড় মৌজার নালিশীয় ওই জমি নিয়ে মামলা মোকদ্দমা চলে আসছিল।  

এ ব্যাপারে আসাদুজ্জামান বলেন, সহিদুর রহমান নেতৃত্বে আমাদের পৈত্রিক জমি দীর্ঘদিন যাবৎ বেদখলে রেখে চাষ করে আসছিল ওই জমিতে। পরে কিছুদিন আগে এলাকায় ডিজিটাল জরিপ আসলে  আমরা জানতে পারি এ জমি আমাদের। পরে আমরা জমির উপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করিলে তা অমান্য করে শহিদুর রহমান ও তাদের লোকজন দিয়ে  সম্প্রতি কিছুদিন আগে ওই জমিতে বোর ধানের চারা নষ্ট করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে তারা।

এ ব্যাপারে ওই ওয়ার্ডের মেম্বার আয়নাল হক টুরু বলেন, দহেরপাড় মৌজার ৪০ শতাংশ জমি নিয়ে আসাদুজ্জামান ও সহিদুর রহমানের মধ্যে দীর্ঘ দিন যাবৎ বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে।

ইএইচ