জেলার রুমা উপজেলা ভ্রমণে পর্যটকদের চারটি নির্দেশনা দিয়ে একটি পত্র জারি করেছিল রুমা উপজেলা প্রশাসন। গত ৯ এপ্রিল ওই পরিপত্র জারি করা হয়।
জারি হওয়া নির্দেশনাগুলো ছিলো,যৌথবাহিনী অভিযান পরিচালনাকালে কোন হোটেলে পর্যটকের রুম ভাড়া দেয়া যাবে না।কোন পর্যটক পথ প্রদর্শকও পর্যটকদের কোন পর্যটন কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না। কোন পর্যটন কেন্দ্রের জিপ গাড়ি নিয়ে যাওয়া যাবেনা এবং নৌ- পথেও পর্যটকের কোন পর্যটন কেন্দ্রে না নিয়ে যেতে বলা হয়েছে এই নির্দেশনায়।
তবে শুক্রবার (১২ এপ্রিল) ওই চার নিদর্শনা স্থগিত করে একটি পত্রাদেশ জারি করে রুমা ইউএনও মো. দিদারুল আলম (রুটিন দায়িত্ব)। -বাসস
আরএস