চিকিৎসকের ওপর সন্ত্রাসী হামলা, বিচারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৪, ০২:২৬ পিএম
চিকিৎসকের ওপর সন্ত্রাসী হামলা, বিচারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের খাসের হাট বাজারে পল্লী চিকিৎসক নুরুল হকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

সোমবার বিকালে স্থানীয় খাসেরহাট বাজারে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিপুল সংখ্যক ব্যবসায়ী ও এলাকাবাসী অংশ নেয়।

এ সময় বক্তব্য দেন- হাটবাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. সোহেল, কোষাধ্যক্ষ ডা. মো. আলী, হানিফ, ইউচুপ প্রমুখ।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জায়েদুল হক রনি বলেন, পল্লী চিকিৎসকের ওপর হামলার কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ