বাসচাপায় সিএনজি যাত্রী নিহত

বরিশাল ব্যুরো প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৪, ০৪:৪৭ পিএম
বাসচাপায় সিএনজি যাত্রী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার নামক এলাকায় সকালে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের চাপায় দুমড়ে মুচড়ে গেছে বরিশালগামী সিএনজি। এতে ঘটনাস্থলেই গোলাম কিবরিয়া (৩৫) নামের এক সিএনজি যাত্রী নিহত ও চালকসহ এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

নিহত গোলাম কিবরিয়া বরিশাল নগরীর ২১ নম্বর ওয়ার্ডের ধোপাবাড়ি মোড় এলাকার বাসিন্দা।

উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান সত্যতা নিশ্চিত করেন।

বলেন, সকাল ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যাত্রী জাহিদুল ইসলাম ও সিএনজি চালক মোস্তফা হাওলাদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি হানিফ পরিবহনের ঘাতক বাসটি আটক করা হয়েছে।

ইএইচ