মধুপুরে বাল্যবিবাহ বন্ধ করে মোবাইল কোর্টে জরিমানা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৪, ০৯:০০ পিএম
মধুপুরে বাল্যবিবাহ বন্ধ করে মোবাইল কোর্টে জরিমানা

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নে বাল্যবিবাহ বন্ধ করেছেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।

মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নে বাল্যবিবাহ সংগঠিত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মধুপুর উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বিষয়টির প্রমাণ পায়। পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইনে মেয়ের পিতা মো. আব্দুল্লাহকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবে না মর্মে অঙ্গীকার নামায় স্বাক্ষর গ্রহণ করা হয়।

মধুপুর থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মো. জাকির হোসাইন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ইএইচ