তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য প্রার্থনা করে গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।
গাইবান্ধা সম্মিলিত ওলামা মাশয়েখ পরিষদ এই ইসতিসকার নামাজের আয়োজন করে। নামাজে জেলার বিভিন্ন শ্রেণি পেশার প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেয়। নামাজ শেষে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে গোবিন্দগঞ্জ উপজেলায় বিশেষ নামাজ সালাতুল ইসতিসকার আদায় করেন মুসল্লিরা।
বৃহস্পতিবার সকাল ১১টায় গোবিন্দগঞ্জ সরকারি কলেজ মাঠে এ নামাজ আদায় করা হয়।
বিশেষ এই নামাজে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সহস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে খুতবা পাঠ ও পরে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করন শ্রীমুখ জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুস ছালাম নাটোরী।
এছাড়াও একই উপজেলার কাটাবাড়ি মাহমুদবাগ উচ্চ বিদ্যালয় মাঠ ও নাকাইহাট হাইস্কুল মাঠেও এই নামাজ আদায় করেন মুসল্লিরা।
ইএইচ