সারাদেশে বইছে তীব্র তাপদাহ। সারাদেশের ন্যায় কিশোরগঞ্জেও বইছে তীব্র তাপ প্রবাহ। প্রচণ্ড গরমে কাজের প্রয়োজনে অনেককেই বাইরে যেতে হচ্ছে। তপ্ত রোদে এসব মানুষের কাছে স্বস্তির পরশ নিয়ে হাজির হচ্ছেন ইসলামী ছাত্র আন্দোলনের সদর ও পৌর শাখার নেতাকর্মীরা।
পথচারী এবং বিভিন্ন স্থান থেকে ইজিবাইক ও রিকশায় আসা যাত্রী ও চালকদের কাছে তারা যাচ্ছেন স্যালাইন, শরবত ও পানি নিয়ে।
শনিবার দুপুর ১২টার দিকে জেলা শহরের পুরানথানা এলাকায় গিয়ে দেখা যায় এমন দৃশ্য। শনিবার থেকে সংগঠনটি জেলা শহরে এ কার্যক্রম শুরু করেছে।
এ ছাড়াও গত কয়েকদিন যাবত জেলার বিভিন্ন উপজেলায় পথচারী ও খেটে খাওয়া মানুষের মধ্যে শরবত বিতরণ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ত্বোয়াসিন বিন মুজিব জানান, গত কয়েকদিন যাবত আমাদের সংগঠনের পক্ষ থেকে পথচারীদের জন্য শরবত বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়াও সড়কে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ সদস্যদের মধ্যে শরবত বিতরণ করা হয়েছে।
বিশুদ্ধ পানি দিয়ে গুণগত মান বজায় রেখেই শরবত তৈরি করা হচ্ছে। প্রতিদিন ৬-৭শ মানুষ শরবত পাচ্ছেন।
তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ইএইচ