কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪, ১০:১৬ এএম
কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও লিগ্যাল এইড মেলা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে কুষ্টিয়া জেলা জজ আদালত চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এসে শেষ হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ রুহুল আমীনের সভাপতিত্বে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারি জজ) মো. তারিক হাসান।

বক্তব্য দেন, জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি উপপরিচালক স্থানীয় সরকার (এডিসি) মো. কাউসার হোসেন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কেরামত আলী, সিভিল সার্জন মো. আকুল উদ্দিন।

এ ছাড়াও আরও বক্তব্য দেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম, স্পেশাল জজ মো. আশরাফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ, পিপি অনুপ কুমার নন্দী, জিপি  আ,স,ম আক্তারুজ্জামান মাসুম।

অনুষ্ঠানে ২০২৩ সালের কাজের স্বীকৃতি স্বরূপ এ বছর লিগ্যাল এইড সেরা প্যানেল আইনজীবী হিসেবে অ্যাডভোকেট শামিমা আক্তার বন্যা নির্বাচিত হওয়ায় তার হাতে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।

ইএইচ