বরগুনার তালতলীতে মায়ের সাথে শিমুল তুলা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কোরানের হাফেজ মো. নাজমুল হাসান (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের ছোট ভাইজোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. নাজমুল হাসান একই গ্রামের মো. হক ইসলাম আকন এর ছেলে। তিনি কোরআনের হাফেজ ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে তার মায়ের সাথে বাঁশের কঞ্চি নিয়ে শিমুল তুলা পাড়তে গাছে উঠেন মো. নাজমুল হাসান। এই গাছের পাশ দিয়ে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন টানা ছিল। মো. নাজমুল হাসান গাছের ডালে উঠে তুলা পাড়ার সময় অসাবধানতাবশত বাঁশের কঞ্চিটি পল্লী বিদ্যুতের একটি তারে লেগে যাওয়ায় বিদ্যুতায়িত হয়ে তুলাগাছ থেকে মাটিতে পড়ে যান।
পরে তার মা চিৎকার করলে স্বজনরা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
নিহতের ভাই মো. ওমর হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ভাই বিকালে মায়ের সাথে বাঁশের কঞ্চি নিয়ে গাছ থেকে তুলা পাড়তে যায় এসময় বাঁশের কঞ্চি বিদ্যুতের তারের সাথে লেগে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু ঘোষণা করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
বিআরইউ