মৌলভীবাজারে হঠাৎ কালবৈশাখী ঝড়ে রেললাইনে গাছ পড়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
রোববার (২৮ এপ্রিল) বিকেলে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর রেললাইনে গাছ পড়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এবং সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ভানুগাছ স্টেশনে আটকা পড়েছে।
রেললাইন থেকে গাছ সরিয়ে তারপর রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে বলে জানান তিনি।
বিআরইউ