উপজেলা পরিষদ নির্বাচন: দিনাজপুরে পুলিশের গুলিতে নিহত ১

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪, ০৯:৫৯ এএম
উপজেলা পরিষদ নির্বাচন: দিনাজপুরে পুলিশের গুলিতে নিহত ১

দিনাজপুরের বিরলের ১নং আজিমপুর ইউনিয়নের ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র পুলিশের গুলিতে মোহাম্মদ আলী (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। 

নিহত মোহাম্মদ আলীর লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। নিহত মোহাম্মদ আলীর বাড়ি শিঙ্গুল ডাঙ্গাপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১নং আজিমপুর ইউনিয়নের সিঙ্গুল হামিদ-হামিদা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার পর ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে এলাকাবাসীর সাথে আইনশৃঙ্খলা বাহিনীর বিরোধ সৃষ্টি হয়।মেম্বার প্রার্থীর সমর্থকরা ইট পাটেল নিক্ষেপ করে ফলে পুলিশ এলাকাবাসীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এবং পরে ৬০ থেকে ৭০ রাউড টিয়ারশেল ও গুলি ছুড়ে। এতে মোহাম্মদ আলীসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মোহাম্মদ আলীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইট পাটকেল নিক্ষেপে কয়েকজন পুলিশ আহত হয় বলে পুলিশ সুপার শাহ ইফতেখার জানিয়েছেন।

উল্লেখ্য, ২৮ এপ্রিল দিনাজপুরের বিরল উপজেলায় আজিমপুর ইউনিয়ন, ফরক্কাবাদ ইউনিয়ন, ও বিরল ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ইএইচ