এমপির ব্যক্তিগত অর্থায়নে রাস্তার নির্মাণকাজ উদ্বোধন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪, ১২:০৪ পিএম
এমপির ব্যক্তিগত অর্থায়নে রাস্তার নির্মাণকাজ উদ্বোধন

জামালপুরের সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য আব্দুর রশিদ এমপির ব্যক্তিগত অর্থায়নে কাঁচা রাস্তার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়ড়া এলাকায় ১ হাজার ৫শ মিটাল কাঁচা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

স্থানীয় সংসদ সদস্য আবদুর রশিদ এমপি রাস্তাটি নির্মাণ কাজের উদ্বোধন করেন। ওই রাস্তা দিয়ে প্রতিদিন দুই সহস্রাধিক এলাকাবাসী দীর্ঘদিন ধরে দুর্ভোগ নিয়ে যাতায়াত করে আসছিল। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে আব্দুর রশিদ এমপি তার ব্যক্তিগত উদ্যোগে কাঁচা রাস্তাটি নির্মাণ কাজের উদ্বোধন করেন।

রাস্তাটি উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়ড়া থেকে পৌরসভার চক হাটবাড়ি পর্যন্ত ১ হাজার ৫শ মিটার কাঁচা রাস্তাটি জনস্বার্থে ব্যক্তিগত অর্থে নির্মাণ করে দিচ্ছেন।

এ সময় অন্যদের মধ্যে সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন পল্লব, যুবলীগ নেতা রোকনুজ্জামান রোকন প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাস্তাটি পেয়ে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য আব্দুর রশিদ এমপি বলেন, নির্বাচনের সময় গ্রামবাসীকে রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলাম। তাই সরকারি বরাদ্দ ও অপ্রতুল হওয়ায় নিজের অর্থায়নে রাস্তাটি নির্মাণ করে দিচ্ছি।

ইএইচ