খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন বুথ ও হেল্প ডেস্ক, অফিসার্স ক্লাব ও চেতনা-৭১ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে মাটিরাঙ্গা ডিজিটাল সেন্টারে সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন বুথ ও হেল্প ডেস্ক, ও মাটিরাঙ্গায় হার পাওয়ার প্রকল্পের ‘প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ শীর্ষক কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।
এসময় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম, মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো.মিজানুর রহমান, মাটিরাঙ্গা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ হাসান উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান ও খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), মাটিরাঙ্গা উপজেলার সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন সম্পন্ন উপজেলার দুই নারীর হাতে স্মার্ট পেনশন স্কিম কার্ড তুলে দেন।
বিআরইউ