আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের হাটহাজারীতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রাকিব হাসানের সভাপতিত্বে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়।
সেখানে হাটহাজারী উপজেলা পরিষদ ভোটের জন্য প্রতীক পেয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গনি চৌধুরী (আনারস), উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম (মোটরসাইকেল), উপজেলা আওয়ামী লীগের সাধনার সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান (ঘোড়া)। পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অশোক কুমার নাথ (তালা), এম এ খালেদ চৌধুরী (বৈদ্যুতিক বাল্ব), আশরাফ উদ্দীন জীবন (টিউবওয়েল), নুরুল আবছার (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিবি ফাতেমা শিল্পী (প্রজাপতি), মুক্তার বেগম (কলস), সাজেদা বেগম (ফুটবল), মোছা. শারমীন আক্তার (হাঁস)।
এসময় জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, প্রতিটা উপজেলায় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধপরিকর। ইতোমধ্যে নিবার্চনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এসময় প্রার্থীদের নিবার্চনী প্রচার প্রচারণায় আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৩লাখ ৫৭হাজার ৪৪৮জন ভোটার রয়েছে। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৮৬ হাজার ৬৪৩ জন ও মহিলা ১ লাখ ৭০ হাজার ৮০৫ জন। আগামী ২১মে ১০৬টি কেন্দ্রের স্থায়ী ও অস্থায়ী মিলে মোট ৯৭৩টি কক্ষে ভোগ গ্রহণ চলবে।
আরএস