ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: প্রকাশিত: মে ৫, ২০২৪, ০৩:৫২ পিএম
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে রোববার (৫ মে) সকালে ট্রেনে কাটা পড়ে মুরাদ বিশ্বাস (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। 

সে উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের হাচেন বিশ্বাসের ছেলে। রেলওয়ে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য লাশ নিয়ে গেছে।

জানা যায়, স্ত্রীর সাথে কলহের কারণে ওই যুবক রোববার সকাল ৮ টা ২০ মিনিটের দিকে কলিমাঝি পূর্বপাড়া রেলগেটের পূর্ব পাশে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের নিচে ঝাপ দেয়। এ সময় ট্রেনে তার মাথা কেটে যায়। ঘটনাস্থলে ওই যুবকের মৃত্যু হয়। বোয়ালমারী থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখান থেকে রেলওয়ে পুলিশ (জিআরপি) লাশ সংগ্রহ করে রাজবাড়ি রেলওয়ে থানায় নিয়ে যায়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানা পুলিশ লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের নিকট হস্তান্তর করে। সকল আইনি প্রক্রিয়া রেলওয়ে পুলিশ গ্রহণ করবে।

বিআরইউ