দিনাজপুর বিরামপুরে ভারত সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে পাচার করার সময় দুই কেজি ৪শ ৭১ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট ব্যাটালিয়ন (বিজিবি) অধীনস্থ ঘাসুড়িয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা। যার মূল্য প্রায় তিন কোটি টাকা।
শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে বিরামপুর সীমান্তের ঘাসুরিয়া সীমান্তে ভারতে পাচারকালে মালিকবিহীন অবস্থায় সাপের বিষয়গুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, জয়পুরহাট-২০ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন ( বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরে উঁচা গোবিন্দপুর নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন ২টি কাচের জার উদ্ধার করা হয়। যার ভিতরে রক্ষিত অবস্থায় সাদা রঙের সাপের বিষ ১ কেজি ২০৩ গ্রাম এবং কালো রঙের সাপের বিষ ১ কেজি ৪৭১ গ্রাম উদ্ধার রয়েছে। সর্ব মোট ২ কেজি ৪৭১ গাম সাপের বিষ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকা।
এ বিষয়ে বিরামপুর থানায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।
ইএইচ