শরীয়তপুরের ভেদরগঞ্জে লাকড়ি ঘর থেকে ৩০ টি ডিমসহ একটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবর কান্দি এলাকা থেকে ডিমসহ সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নদী বেষ্টিত চরাঞ্চল এলাকা হওয়ায় মাঝেমধ্যে সখিপুরের বিভিন্ন জায়গায় সাপের দেখা মিলছিলো। গত রবিবার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবর কান্দি এলাকার স্যানেটারি ব্যবসায়ী মোক্তার প্রধানীয়ার একটি লাকড়ি ঘরে সাপ দেখতে পায় এক গৃহবধু। পরে মোক্তার প্রধানীয়া সাপটিকে ধরতে মিনু ঢালী নামের এক সাপুড়েকে ডেকে পাঠান। সাপুড়ে মিনু ঢালী মঙ্গলবার দুপুরে লাকড়ি ঘরের মেঝেতে খোঁড়াখুঁড়ির একপর্যায়ে ৩০ টি ডিমসহ সাপটিকে ধরতে সক্ষম হয়।
বাড়ির মালিক মোক্তার প্রধানীয়া বলেন, সাপ দেখার পর থেকেই আমরা বাড়ির সবাই আতঙ্কে ছিলাম। পরে সাপটি ধরার জন্য মিনু ঢালীকে খবর দেই। ওনি এসে লাকড়ি ঘরের মাটি খুড়ে একটি বড় সাপ ও ৩০ টি ডিম উদ্ধার করে। এখনো ঘরে আরো সাপ আছে কিনা বুঝতে পারছি না।
সাপুড়ে মিনু ঢালী বলেন, আমি এসে বেশ কিছুক্ষণ মাটি খোড়াখুড়ি করি। একটা সময় ঘরের মধ্যে কিছু সাপের ডিম পাই। তখন বুঝতে পারি এখানে বড় সাপ রয়েছে। আরেকটু খোড়ার পরেই সাপটি ধরতে সক্ষম হই।
উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ইউনুছ আলী মোল্যা বলেন, কিছুদিন ধরে আমাদের বেশ কিছু জায়গায় সাপের দেখা মিলছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে। তাছাড়া কাউকে সাপে কাটলে দ্রুত হাসপাতালে নেয়ার কথা বলেছি।
আরএস