কারিগরি শিক্ষার মর্যাদা ও প্রত্যেক জেলায় বিদ্যালয় স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ১৫, ২০২৪, ০৭:১৯ পিএম
কারিগরি শিক্ষার মর্যাদা ও প্রত্যেক জেলায় বিদ্যালয় স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সুনামগঞ্জ শাখার উদ্যোগে বুধবার বিকালে সুনামগঞ্জ আইডিইবি ভবনে সংবাদ সম্মেলন করে এসব দাবি উপস্থাপনসহ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান।

সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. আজিজুল সিকদারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন- কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক মো. কামরুজ্জামান নয়ন, সব্যসাচী দত্ত, মো. আনিসুর রহমান প্রমুখ।

তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যাগুলো তুলে ধরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মান-মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিএসসি (পাস) কোর্সের সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান।

ইএইচ