মধুপুরে গৃহবধূর কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাই

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: মে ১৬, ২০২৪, ০৭:২৮ পিএম
মধুপুরে গৃহবধূর কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাই

টাঙ্গাইলের মধুপুরের শহীদ স্মৃতি সড়ক সংলগ্ন দেবের বাড়ি সড়কে এক গৃহবধূর সোনার কানের দুল ছিঁড়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

বৃহস্পতিবার সকালে স্থানীয় দেব বাড়ির মহন দেবের বড় ছেলে বলাই দেবের স্ত্রীর কানের গহনা ছিনিয়ে নিয়ে গেছে মাদকসেবী একদল ছিনতাইকারী।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় সকালে ভুক্তভোগী বলাই দেবের স্ত্রী রাস্তায় হাঁটতে বের হলে পেছন থেকে তার মুখ চেপে ধরে ছিনতাইকারীরা। ওই সময় আশেপাশে কোন লোকজন না থাকায় তার কান ছিড়ে স্বর্ণের গহনা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা গহনা নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বলাই দেবের স্ত্রীকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তার ছিঁড়ে যাওয়া কানের চিকিৎসা করানো হয়েছে।

পার্শ্ববর্তী এক ব্যবসায়ী আমার সংবাদকে জানান, কিছুদিন আগে তাদের গোডাউন থেকে মালামাল চুরি হয়েছে। মাদকসেবীদের ভয়ে অনেকে তাদের অপকর্মের কথা বলতে সাহস পায় না। এই দেববাড়ী দেবের পুকুরপাড় এলাকাটি মাদক সেবীদের অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছে। এই মাদক সেবীরাই মাঝেমধ্যে এ সড়কে চলাচলরত লোকজন আটকিয়ে ছিনতাই, ইভটিজিংসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে থাকে। তাদের অত্যাচারে এ সড়কে লোকজন নিরাপদে চলাচল করতে পারে না।

এলাকাবাসীর দাবি বিকালের দিকে একবার করে পুলিশ টহল দেওয়ার ব্যবস্থা করতে পারলে সাধারণ মানুষ নিরাপদে যাতায়াত করতে পারবে। তারা এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি।
ইএইচ