কালিহাতীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রকাশিত: মে ১৮, ২০২৪, ০১:০৩ পিএম
কালিহাতীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) সকাল ৯ টার দিকে উপজেলার নোয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আফজাল হোসেন এবং মো. আমির হোসেন দিনাজপুরের পীরগঞ্জ উপজেলা সদরের বাসিন্দা। তারা দুইজন সম্পর্কে আপন খালাতো ভাই।

বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, সকালে কয়েকজন শ্রমিক  নোয়াবাড়ির হযরত আলীর ক্ষেতে ধান কাটতে যান। এসময় গুড়িগুড়ি বৃষ্টি সাথে বজ্রপাত  শব্দ শোনা যায় ।

এতে ঘটনাস্থলেই ওই  দুই শ্রমিকের  মৃত্যু হয়।  এ ঘটনায় আহত  হয় আরো চারজন। তাদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিআরইউ