দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান বলেছেন, বর্তমান সরকার সমাজে পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে আনছে।
তিনি বলেন, নারীর অর্থনৈতিক মুক্তি আনতে হলে নারীদের সচেতন করতে হবে। পল্লীশ্রী আদর্শ গ্রামে নারী সদস্যদের সচেতন করে তাদের অধিকার প্রতিষ্ঠিত করছে। যার ফলে প্রতি পরিবারের সদস্যরা মুষ্ঠির চাল জমা করে তাদের সম্পদ বৃদ্ধি করছে। এটি পল্লীশ্রীর এবং এই প্রকল্পের প্রশংসনীয় অর্জন বলে আমি মনে করি।
দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রীর আয়োজনে বেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানির সহযোগিতায় প্রজেক্টের আওতায় দিনাজপুর সদর উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা পর্যায়ে আদর্শ গ্রামের বার্ষিক গেদারিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পল্লীশ্রীর প্রোগ্রাম ম্যানেজার মো. সেলিম রেজার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন- প্রোগ্রাম অফিসার সাহেজাদি শিরিন।
আদর্শ গ্রামের সদস্যদের অর্জনগুলো তুলে ধরে বক্তব্য দেন- সিবিও সভাপ্রধান রেহেনা বেগম, জেসমিন নাহার, সারমিন আক্তার, খাদেজা বেগম, নিলুফা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা সুরভি আক্তার।
ইএইচ