ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহার ও নতুন মিটার স্থাপন বন্ধের দাবি

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি প্রকাশিত: মে ১৮, ২০২৪, ০৩:১৬ পিএম
ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহার ও নতুন মিটার স্থাপন বন্ধের দাবি

রাজশাহীর গোদাগাড়ীতে আবাসিক ও বাণিজ্যিক বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহার ও নতুন মিটার স্থাপন বন্ধের দাবিতে গ্রাহকরা মানববন্ধন করেছে।

শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা সদর ফিরোজ চত্বরে গোদাগাড়ী স্বার্থ সংরক্ষণ কমিটির আয়োজনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে সভাপতিত্বে করেন নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাহ উদ্দীন বিশ্বাস।

মানববন্ধন চলাকালীন বক্তব্য দেন- উপজেলা নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শান্ত কুমার মজুমদার, উপজেলা শিল্পকলা অ্যাকাডেমির সাধারণ সম্পাদক এস এম বরজাহান আলী পিন্টু, গোদাগাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শহিদুল ইসলাম, সাবেক কাউন্সিলর মামুন অর রশিদ মামুন, গোদাগাড়ী সুশীল সমাজের প্রতিনিধি মুসফিকুর রহমান ও আব্দুল করিম প্রমুখ।

ইএইচ