নাটোরে পবিত্র হজ সঠিক নিয়মে পালন করার জন্য হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে রাহবারে হারামাইন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে দিনব্যাপী শহরের আলাইপুর এলাকার একটি রেস্তরাঁয় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় নাটোর সদর হাসপাতালের সাবেক মেডিক্যাল অফিসার ডা. আবুল কালাম আজাদ, হাসপাতালের মেডিসিন বিভাগের ডা. রবিউল আওয়াল, আলাইপুর মারকাজ জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মো. মফিজুল ইসলাম, আল মাদরাসাতুল জামহুরিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. জালাল উদ্দীন ও রাহবারে হারামাইন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পরিচালক মাওলানা মো. আবুল হোসেন উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, পবিত্র হজ পালন করার সময় হজের ফরজ ও ওয়াজিব নিয়মগুলো কঠোরভাবে মেনে চলতে হবে। হজে যাওয়ার সময় ২ মাসের প্রয়োজনীয় ওষুধ, শুকনা খাবার সঙ্গে নিতে হবে। আর মিথ্যা কথা, গিবত, ঝগড়া বিবাদ সহ বিভিন্ন ফেতনা ফ্যাসাদ পরিহার করার প্রতি মনোযোগ দেয়ার কথা স্মরণ করিয়ে দেয়া হয় অনুষ্ঠানে। কর্মশালা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় নাটোর, রাজশাহী, নওগাঁ, পাবনা ও সিরাজগঞ্জের প্রায় ২ শতাধিক হজে গমনেচ্ছু ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
ইএইচ