পূবাইলে গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে ছিনতাই

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: প্রকাশিত: মে ১৯, ২০২৪, ১০:০০ এএম
পূবাইলে গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে ছিনতাই

গাজীপুর মহানগরীর পূবাইলে সাকিব (২৩) নামে এক গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার(১৮ মে)  রাতে পূবাইল থানায় এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।

ভুক্তভোগী সাকিব বলেন, গত বৃহস্পতিবার রাতে পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের বসুগাঁও হালিম মার্কেট এর পূর্ব পাশে মনসুর মোল্লার বাড়ির সামনে এই হামলার শিকার হন সাকিব। তিনি পূবাইল এলাকার এপিএস নামক এক পোশাক তৈরির কারখানায় কাজ করেন। রাতের কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। মিরের বাজার তার সহকর্মী সাহিদার সাথে দেখা হয় তার। 
পরবর্তীতে সাদিয়াকে তার ভাড়া বাসা বসুগাঁও ক্লাবের দিকে এগিয়ে দিতে গেলে রাস্তায় বারেক মোল্লার ছেলে  হাসান মোল্লাসহ অজ্ঞাত ৫-৬ জন আমাকে সহ সাদিয়াকে আটক করে কৌশলে সাদিয়াকে সরিয়ে দিয়ে আমাকে আটক করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হাত পা মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল ঘুসি চড় থাপ্পড় মেরে আমার কাছে থাকা আমার বেতনের ১৮০০০ টাকা ছিনিয়ে নেয় তারা, ভবিষ্যতে এ বিষয়ে কাউকে বললে আমাকে জানে মেরে ফেলবে মর্মে হুমকি দিয়ে চলে যায় তারা।

তিনি আরও বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের সহোযোগিতায় টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা নেই।

পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিআরইউ