বাংলাদেশে ২১৮টি জাত নিয়ে গবেষণা করছে কৃষি গবেষণা কেন্দ্র

যশোর প্রতিনিধি প্রকাশিত: মে ২০, ২০২৪, ০২:৩৯ পিএম
বাংলাদেশে ২১৮টি জাত নিয়ে গবেষণা করছে কৃষি গবেষণা কেন্দ্র

বাংলাদেশে ২১৮টি জাত নিয়ে গবেষণা করে কৃষি গবেষণা কেন্দ্র। সেই জন্য গবেষণা ও সম্প্রসারণের সমন্বয়ে দক্ষিণের জেলাগুলোর কৃষিকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন কৃষিবিদরা।

সোমবার সকালে যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত দুদিনের সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকরা এ আহ্বান জানান।

আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোর ও বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট আয়োজিত আঞ্চলিক গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা শীর্ষক এ সেমিনারে কৃষি বিজ্ঞানীরা বলেন, যশোরসহ দক্ষিণের জেলাগুলো হচ্ছে কৃষির জন্য উদ্বৃত্ত এলাকা। এখানকার মাটি ও কৃষকদের দৃঢ় চিন্তা কৃষিকে দিন দিন প্রসারিত করছে। এ অবস্থায় গবেষণা ও সম্প্রসারণের সমন্বয়ে কৃষিতে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে কৃষিকে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসতে হবে।

যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওছার উদ্দিন আহাম্মদ সভাপতিত্বে দুদিনের সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট গাজীপুরের তৈল বীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. নজরুল ইসলাম।

এ সময় অন্যান্যর মধ্যে আলোচনা করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক দীপক কুমার রায়, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ, যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হাফিজুর রহমান প্রমুখ।

কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার প্রায় শতাধিক গবেষক, কর্মকর্তা ও কৃষক অংশগ্রহণ করেন।

ইএইচ