আশুলিয়ায় স্বামী-স্ত্রীসহ ৪ জনের লাশ উদ্ধার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি প্রকাশিত: মে ২০, ২০২৪, ০৭:৫৬ পিএম
আশুলিয়ায় স্বামী-স্ত্রীসহ ৪ জনের লাশ উদ্ধার

সাভারের আশুলিয়ায় একদিনে পৃথক ঘটনায় বিভিন্ন স্থান থেকে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের ময়নাতদন্তসহ পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

সোমবার (২০ মে) দুপুর ১টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত আশুলিয়ার ইউসুফ মার্কেট, কুমকুমরী ও ইউনিক বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- পটুয়াখালী জেলা সদর থানার কুড়ি পাইকা গ্রামের মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে রুহুল আমিন (৪০), তার স্ত্রী বরগুনা জেলার আমতলী থানার দক্ষিণ আওগাঁ গ্রামের মো. সোবাহান মৃধার মেয়ে মোছা. মনি বেগম (২৮), নাটোর জেলা সদর থানার পিরজিপাড়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে নাজমুল হাসান (২৮) ও পটুয়াখালী জেলার সদর থানার বড় অলিপুর গ্রামের মোতালেব সরকারের মেয়ে নাসরিন বেগম (২৮)।

পুলিশ জানায়, সোমবার বিকেল ৫ টার দিকে আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকার ফজলুল করিমের বাড়ি থেকে রুহুল আমিন (৩৫) ও তার স্ত্রী মনি আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । স্থানীয়রা জানায়, রুমের ভিতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে তাকালে খাটের ওপর স্ত্রীর লাশ ও ঝুলন্ত অবস্থায় স্বামীর লাশ দেখা যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে।

এদিকে বিকেল ৪ টার দিকে ইউনিক বাসস্ট্যান্ড এলাকা থেকে নাজমুল হোসেন (২৮) নামে এক বাস চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। সকালে স্ত্রী তার কর্মস্থল পোশাক কারখানায় গেলে তিনি ফ্যানের সাথে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে দুপুর ১টার দিকে আশুলিয়ার কুমকুমারী এলাকা থেকে নাসরিন বেগম (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, নিহতের স্বামী ফোন করে তার স্ত্রীর আত্মহত্যার খবর জানান। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাসরিনের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাসুদুর রহমান বলেন, আজ আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত যে, শুক্রবার (১৭ মে) বিকেলে থেকে শনিবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় আশুলিয়ার বাইপাইল, পলাশবাড়ী, জামগড়া ছয়তলা, কান্দাইল ও কাঠগড়া পশ্চিমপাড়া থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ

আরএস