রাঙামাটিতে ‘আশা’ শিক্ষা কর্মসূচির আওতায় অভিভাবকদের মতবিনিময়

রাঙামাটি প্রতিনিধি প্রকাশিত: মে ২১, ২০২৪, ০৪:৪৯ পিএম
রাঙামাটিতে ‘আশা’ শিক্ষা কর্মসূচির আওতায় অভিভাবকদের মতবিনিময়

রাঙামাটির কাউখালী উপজেলা বেতবুনিয়া বেসরকারি উন্নয়নমূলক সংস্থা আশার শিক্ষা কর্মসূচির আওতায় ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় আশা এনজিও কাউখালী উপজেলা বেতবুনিয়া ব্রাঞ্চের আয়োজনে, সৃজনী ট্রাস্ট স্কুল এন্ড কলেজ পাঠদান কেন্দ্রে অভিভাবকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সৃজনী ট্রাস্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নন্দিতা চৌধুরীর সভাপতিত্বে এ সময় কেন্দ্র মনিটর, সৃজনী ট্রাস্ট স্কুল এন্ড কলেজে, উপাধ্যক্ষ মো. আব্দুল কাদের, আশা রাঙামাটি আঞ্চলিক অফিসের রিজিওনাল ম্যানেজার মো. ছালেহ উদ্দিন, এডুকেশন অফিসার আশা চট্টগ্রাম জেলার মো. আরিফুল ইসলাম, আশা বেতবুনিয়া সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার তাপস কান্তি চাকমাসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সভায় আশার এডুকেশন অফিসার মো. আরিফুল ইসলাম বলেন, আশা দেশব্যাপী দরিদ্র শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে দেশব্যপী ১৫ হাজার ৬১২টি প্রাথমিক শিক্ষাকেন্দ্রের মাধ্যমে প্রায় ৪ লক্ষ ৮০ হাজার শিক্ষার্থীকে পাঠ আয়ত্ত করতে সহযোগিতা করছে এছাড়াও মাধ্যমিক পর্যায়ে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের ৬৪টি জেলার ৬৪টি পাঠদান কেন্দ্রের মাধ্যমে প্রায় ৬০০০ জন শিক্ষার্থীকে শিক্ষা সেবা দিয়ে যাচ্ছে।

ইএইচ