৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাঙামাটির ৩ উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাপ্তাই উপজেলায় মো. নাসির উদ্দিন, রাজস্থলী উপজেলায় উবাচ মারমা ও বিলাইছড়ি উপজেলায় বিরোত্তম তঞ্চঙ্গ্যা।
উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপের রাঙামাটির ৩টি উপজেলায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে কোন প্রকার বিরতি ছাড়াই বিকাল ৪টা পর্যন্ত চলে।
দ্বিতীয় ধাপে রাঙামাটির কাপ্তাই উপজেলা, রাজস্থলী উপজেলা ও বিলাইছড়ি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে চেয়ারম্যান পদে ৭ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এদিকে, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কাপ্তাই উপজেলায় সুইপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিউটি হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও রাজস্থলী উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারাধন কর্মকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা লীগের নেত্রী গৌতমী খিয়াং।
অন্যদিকে, বিলাইছড়ি উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বঙ্কিম তংচঙ্গ্যা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুদিপ্তা তংচঙ্গ্যা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ইএইচ