রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমূখ ইসলামীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার উদ্যোগে উপজেলার দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২২ মে (বুধবার) সকাল ১০.০০ ঘটিকায় মাইনীমূখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কৃতী সংবর্ধনা প্রদান করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা পরিষদের সদস্য ও লংগদু প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা জনাব এখলাছ মিঞা খান, গাথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার আলহাজ্ব হাফেজ মাওলানা ফোরকান আহমদ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাইনীমূখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, বাংলা প্রভাষক মোঃ মঈনুল হক, আরবী প্রভাষক মাওলানা বেলাল হোসেন,মাদ্রাসা সাবেক ছাত্র মোঃ হারুনুর রশিদ প্রমূখ।
এসময় দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ। বক্তারা ইসলামি শিক্ষার গুরুত্ব সম্পর্কে এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলে সমাজ ও দেশের কল্যাণে নিজকে বিলিয়ে দেওয়ার এবং দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান।
বিআরইউ