প্রধান বিচারপতি

ন্যায়বিচার পাওয়া দেশের প্রত্যেক নাগরিকের অধিকার

কুড়িগ্রাম প্রতিনিধি : প্রকাশিত: মে ২৩, ২০২৪, ০৩:২৬ পিএম
ন্যায়বিচার পাওয়া দেশের প্রত্যেক নাগরিকের অধিকার

দেশের প্রত্যেক মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, এটি তার সাংবিধানিক অধিকার বলে জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সে যখন বিচারাঙ্গনে আসে এদিকে সেদিকে ঘোরা ঘুরি করে। বসার কোন স্থান ছিল না।

সেজন্য সরকার এবং আমাদের সাবেক প্রধান বিচারপতি দু’দিক থেকে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখা হয়। মানুষের কষ্ঠ লাঘবের জন্য আজকে এই ন্যায়কুঞ্জ বিশ্রামাগারটি চালু হলো।

বুধবার (২২ মে) সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচার প্রার্থীগণের জন্য নব নির্মিত ন্যায়কুঞ্জ বিশ্রামাগার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ফলক উন্মোচন করে ফিতা কেটে ন্যায়কুঞ্জে প্রবেশ করেন এরপর কোর্ট চত্বরে গাছ রোপণ করেন তিনি ।

এসময় হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মো: সাইফুর রহমান, কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আলমগীর কবির, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম নূরুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর কবির শিপন,  জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ,পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলামসহ বিচারকগণ, আইনজীবী,সরকারি কর্মকর্তা, সাংবাদিক  উপস্থিত ছিলেন।

বিআরইউ