বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ২৫, ২০২৪, ০৪:০৪ পিএম
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপি জেলা শহরের সতাল এলাকার গাংচিল কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি তারিক আহমেদের সভাপতিত্বে প্রথম অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএম-সেবা পিপিএম বার, কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ।

সভায় স্বাগত বক্তব্য দেন- বিএফএর জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হেকিম।

এ সময় উপস্থিত ছিলেন এনডিসি রওশন কবির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এবি সিদ্দিক, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ আহমেদ, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।

দুপুরের মধ্যাহ্নভোজ শেষে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান কে এম অলিউর রহমান বাবুল।

বিশেষ অতিথি ছিলেন- বিএফএর পরিচালক আলহাজ্ব মো. মোমেন সরকার, বিএফএর পরিচালক মো. রেজাউল করিম, বিএফএর পরিচালক মো. হাফিজুর রহমান খান, বিএফএর পরিচালক আসাদুজ্জামান ফারুক, বিএফএর পরিচালক মো. আজিজুর রহমান, বিএফএর পরিচালক মো. শহিদুর রহমান।

ইএইচ