গাজীপুরের পূবাইল মীরের বাজারে আসতে শুরু করেছে রসালো ফল লিচু। তবে এসব লিচু স্থানীয় হাট বাজারে বিক্রিও হচ্ছে বেশ চড়া দামে। ২৫০ টাকা থেকে শুরু করে আকারভেদে বিক্রি হচ্ছে ৭০০ টাকা পর্যন্ত।
বিক্রেতারা জানান, মৌসুমের শুরু হওয়ায় দামটা একটু বেশি। বিক্রেতারা বলছেন, অন্য এলাকার লিচুর চেয়ে আমাদের গাজীপুরের লিচু অনেক ভালো। যে কারণে দামটাও একটু বেশি।
মীরের বাজারে এই মৌসুমে পার্শ্ববর্তী উপজেলা কালীগঞ্জ, কাপাসিয়া ও নরসিংদী জেলার পলাশের লিচু পাওয়া যাচ্ছে। তবে এখনো দিনাজপুর, মেহেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জের লিচু বাজারে আসা শুরু হয়নি।
শাহাদাৎ হোসেন নামের এক ক্রেতার সঙ্গে কথা হলে তিনি আমার সংবাদকে বলেন, বাসায় বাচ্চাদের চাহিদা লিচু, তাই দাম বেশি হলেও নিতে হচ্ছে। বাচ্চাদের কাছে লিচু খুবই পছন্দের।
মীরের বাজারের লিচু বিক্রেতা মো. কবির জানান, মৌসুম পুরোপুরি শুরু না হওয়ায় বিক্রিও কম।
দাম বেশি কিনা জানতে চাইলে তিনি বলেন, শুরুর দিকে দাম তো একটু বেশিই থাকবে, তবে কিছুদিনের মধ্যেই দাম আরও কমে আসবে। বৃষ্টি পেলে লিচুর আকার বড় ও সুন্দর রঙ হয়ে থাকে। পাশাপাশি রসে ভরে যায়। সে কারণে বৃষ্টির পরে যে লিচু বাজারে আসবে তা ক্রেতার মন জুড়াবে।
ইএইচ