দেলদুয়ার উপজেলা পরিষদ নির্বাচন: শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় প্রশাসন

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: মে ২৯, ২০২৪, ০২:১০ পিএম
দেলদুয়ার উপজেলা পরিষদ নির্বাচন: শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় প্রশাসন

দেশব্যাপী চলছে উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের ভোটগ্রহণ। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের দেলদুয়ার সকাল ৮টা থেকে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ জন। তন্মধ্যে মধ্যে পুরুষ ৯৩, ৫৮৪ ও মহিলা ভোটার সংখ্যা ৯১, ১৭১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩ জন। মোট ৫৮টি ভোট কেন্দ্রে ৩য় ধাপের এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে দেলদুয়ার উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পশুপতি বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) ফারহানা আফরোজ জেমি।

জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের বরাতে জানা যায়, এই নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী নিযুক্ত করা হয়েছে। এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ শৃঙ্খলা স্বাভাবিক। কোন ধরনের সহিংসতা পরিলক্ষিত হয়নি। শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় আছে প্রশাসন।

উল্লেখ্য, দেলদুয়ার উপজেলার ৬ষ্ঠ নির্বাচনে শক্তিশালী অবস্থান নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় টেলিফোন প্রতীক দিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন এম শিবলী সাদিক অপরদিকে বর্তমান উপজেলা চেয়ারম্যান কাপ পিরিচ প্রতীক নিয়ে ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ।

অন্য প্রার্থীরা হলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান জেএসডির জেলা সভাপতি মো. মতিয়ার রহমান মিয়া (দোয়াত কলম), সাবেক ছাত্রলীগ নেতা খন্দকার হামিম কায়েস বিপ্লব (ঘোড়া), সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক (আনারশ), সাবেক উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন (মোটরসাইকেল)।

ইএইচ