দৌলতপুরে দুর্যোগ আক্রান্ত পরিবারের মাঝে চেক বিতরণ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: প্রকাশিত: মে ২৯, ২০২৪, ০৪:০৬ পিএম
দৌলতপুরে  দুর্যোগ আক্রান্ত পরিবারের মাঝে চেক বিতরণ

কুষ্টিয়ার দৌলতপুরে  অগ্নি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের অনুকূলে ঢেউটিন এবং ক্যান্সার, কিডনি, লিভার,সিরোসিস সহ ৬ টি রোগে আক্রান্ত রোগীদের অনুকূলে চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ মে) সকাল দশটায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ চত্বর অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, দুর্যোগ অধিদপ্তর এবং সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে অগ্নি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের অনুকূলে ঢেউটিন এবং ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস সহ ৬ টি রোগে আক্রান্ত রোগীদের অনুকূলে ৩৫ টি চেক বিতরণ অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরী মাননীয় সংসদ সদস্য ৭৫, কুষ্টিয়া-১ দৌলতপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, উপজেলা আওয়ামী কৃষি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জান মোহাম্মদ আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক প্রভাষক স্বপন আলী, দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান বাচ্চু, আদাবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বাকী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমানুল্লাহ আমান, সাধারণ সম্পাদক বিপ্লব মাহমুদ,সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিআরইউ