বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর পাতার চরে বৃহস্পতিবার বিকালে মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বাগেরহাট থেকে আসা ১টি ট্রলার থেকে ২টি বেহুন্দী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং ২ জনকে জরিমানা আদায় করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নিজাম উদ্দিন।
ইএইচ