বরিশালের বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত উপজেলার ১৪টি ইউনিয়নে ১২ হাজার পরিবারে আন্তর্জাতিক দাতা সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের আওতায় হাই এনার্জি বিস্কুট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় ভারপাশা ইউনিয়ন পরিষদে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরপাশা ইউপি চেয়ারম্যান আশ্রাফুজ্জামান চেয়ারম্যান, ডব্লিউএফপি প্রতিনিধি মু. মাকসুদুর কবির আজাদ, উত্তরণ প্রতিনিধি ফাতেমা বেগম প্রমুখ।
আন্তর্জাতিক দাতা সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম কর্মসূচির আওতায় উপজেলার ১৪টি ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ১২ হাজার পরিবারে হাই এনার্জি বিস্কুট বিতরণ করা হবে।
ইএইচ