ফরিদপুরের চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে ভার্চুয়ালী কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফদিপুর সদর আসনের সংসদ সদস্য এ.কে. আজাদ।
বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-৩ (সদর) আসনের এমপি এ.কে. আজাদ বলেন, আয়োজকদের আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, তারা দরিদ্র অসহায় মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে নিঃস্বার্থভাবে কাজ করছেন। এটা মানবতার অনন্য উদাহরণ। পাঁচশ রোগীকে তারা বিনামূল্যে সানি অপারেশন করে লেন্স স্থাপন করবেন, প্রতিটি অপারেশনে ৩০ থেকে ৪০ হাজার টাকা ব্যয় হবে, এটি অনেক বড় উপকার এই অসহায় মানুষদের জন্য।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক সেবা সংস্থা ‘কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র ও আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চরভদ্রাসন থানার ওসি আব্দুল ওহাব, ক্যাম্পের সমন্বয়ক এ.কে.এম লুৎফর রহমান, চরভদ্রাসন সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান ও গাজিরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইএইচ