ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুরের সরকারি দোবিলার বিল দখল করে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তলোন করে বিক্রির অপেক্ষায় স্তূপ করে রাখা দু’টি স্পটের ১ লাখ ২০ হাজার ঘনফুট বালু জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন।
জব্দকৃত বালু রোববার দুপুরে উপজেলা ভূমি অফিসে সরকারিভাবে নিলামে টেন্ডারের মাধ্যমে ১ লাখ ১০ হাজার টাকায় বিক্রয় করা হয়।
৮ জন ব্যক্তি নিলাম ডাকে অংশগ্রহণ করেন। এর মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম ১ লাখ ১০ হাজার টাকায় দু’টি স্পটের ১ লাখ ২০ হাজার ঘনফুট বালু ক্রয় করেন।
সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন জানান, ৮ জন ব্যক্তি নিলাম ডাকে অংশগ্রহণ করেন। এর মধ্য সর্বোচ্চ দরদাতা রেজাউল ইসলাম ১ লাখ ১০ হাজার টাকা। ভ্যাটসহ প্রায় ১ লাখ ত্রিশ হাজার টাকায় তিনি জব্দকৃত বালু নিলামে ক্রয় করন।
ইএইচ