খাগড়াছড়িতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও চারা বিতরণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: জুন ৫, ২০২৪, ০৮:৩৬ পিএম
খাগড়াছড়িতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও চারা বিতরণ

‍‍`করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ জুন ) সকাল ১০টার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব পরিবেশ দিবস এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

১৯৭৩ সালে সম্মেলনের প্রথম দিন ৫ জুনকে জাতিসংঘ ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা দেয়। এরপর ১৯৭৪ সাল থেকে আজ পর্যন্ত প্রতিবছর দিবসটি সারা বিশ্বে পালন করা হচ্ছে।

স্বাগত বক্তব্য দেন খাগড়াছড়ি বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. শহীদুল ইসলাম হাওলাদার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভারত প্রত্যাগত শরণার্থী টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, সদর উপজেলার ইউএনও নাঈমা ইসলাম, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোসলেম উদ্দিন, তৃণমূল উন্নয়ন সংস্থার প্রতিনিধি মিনুচিং মারমা, জাবারাং প্রতিনিধি দোলন দাশ, আনন্দ প্রতিনিধিসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানের হাতে গাছের চারা তুলে দেন।

আরএস