টাঙ্গাইলে ৪ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ফলাফল বুধবার (০৫ জুন) রাত সাড়ে ১০ টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ীরা প্রার্থীরা হলেন- গোপালপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গিয়াস উদ্দিন (দোয়াত কলম) ৩৩ হাজার ৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পান আইয়ুব খান (হেলিকপ্টার) পান ৯ হাজার ৫৪৪ ভোট ।
বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাজী অলিদ ইসলাম (আনারস) ২৮ হাজার ৮৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহীদুল ইসলাম (দোয়াত কলম) পান ১৭ হাজার ৬৫৯ ভোট৷
সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মুহাম্মদ আবু সাঈদ মিয়া (আনারস) ৩৭ হাজার ৭৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী সানোয়ার হোসেন পান ১৯ হাজার ৪১২ ভোট৷
মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাহরীম হোসেন (আনারস) ৫৫ হাজার ৬৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম জোহাহিদুল ইসলাম মনির পান ৩১ হাজার ৮৮৪ ভোট।
এর আগে কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে ব্যাপক কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চতুর্থ ধাপে টাঙ্গাইলের বাসাইল, সখীপুর, মির্জাপুর এবং গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ২০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিআরইউ