ঝিনাইদহে শিখন সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবকদের মতবিনিময়

ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: জুন ৭, ২০২৪, ০৪:২৩ পিএম
ঝিনাইদহে শিখন সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবকদের মতবিনিময়

ঝিনাইদহে শিখন সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার গুণগত মান উন্নয়নের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত নিম্ন ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের বিদ্যালয়ে দেয়া পাঠ আয়ত্ত করতে সহায়তা করার লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’ কর্তৃক দেশব্যাপী ৬৪টি জেলায় ৬ষ্ঠ-৮ম শ্রেণির পাঠদান কর্মসূচি পরিচালিত হয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আশা-নারিকেলবাড়িয়া ব্রাঞ্চের উদ্যোগে সদর উপজেলার নারিকেলবাড়িয়া জয়নাল আবেদীন মাধ্যমিক বিদ্যালয়ের আশার শিখন সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ঘোড়শাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. হাফিজুর রহমান, সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন, এডুকেশন অফিসার মো. রকিবুল হাসান ও নারিকেলবাড়িয়া ব্রাঞ্চের বিএম কাইয়ুম হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

ইএইচ