বরিশালে অবৈধ জাল জব্দ, ট্রলারসহ আটক ৫

বরিশাল ব্যুরো প্রকাশিত: জুন ৭, ২০২৪, ০৬:৩৬ পিএম
বরিশালে অবৈধ জাল জব্দ, ট্রলারসহ আটক ৫

বরিশাল জেলার মুলাদীর আড়িয়াল খাঁ নদে অভিযান চালিয়ে অবৈধ পাইজালসহ পাঁচজনকে আটক করে জরিমানা করা হয়েছে।

শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

তিনি জানান, মুলাদী উপজেলার একতার বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও মুলাদী থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর থেকে আসা একটি ট্রলার থেকে একটি পাই জাল জব্দ করা হয়। পাশাপাশি ৫ জেলেকে আটক করা হয়।

পরে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিজাম উদ্দিনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

জব্দ করা ট্রলারটি পরে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলেও জানিয়েছেন এই মৎস্য কর্মকর্তা।

ইএইচ