ক্রেতা সেজে দোকান থেকে লাখ টাকা চুরি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি প্রকাশিত: জুন ১০, ২০২৪, ১২:২০ পিএম
ক্রেতা সেজে দোকান থেকে লাখ টাকা চুরি

বিয়ের বাজার করার কথা বলে মুদি দোকান থেকে মালামাল কিনছিলেন এক চোর চক্রের সদস্য। দোকানদার গোডাউন থেকে একটি মাল আনতে গেলে সুযোগ পেয়ে ক্যাশ থেকে টাকা নিয়ে সটকে পড়েন ওই চোর।

রোববার বিকালে ঝালকাঠির নলছিটি উপজেলার লঞ্চঘাট বাজারের মুদি ব্যবসায়ী হাবিবুর রহমানের দোকানে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, বিকালে বিয়ের বাজারের জন্য আমার দোকানে আসে। আমি সব মালামাল দিচ্ছিলাম। দোকানে সেমাই না থাকায় কাছেই গোডাউনে সেমাই আনতে গিয়েছিলাম। দুই মিনিটের মধ্যে ক্যাশ থেকে নগদ ১ লাখ ১৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ওই চোর। তখন সিসি ক্যামেরা পালিয়ে যাওয়ার দৃশ্য দেখতে পাওয়া যায়।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুরাদ আলী বলেন, ওই ব্যবসায়ী থানায় এসেছিলেন। বিষয়টি খতিয়ে দেখা হবে।

ইএইচ