সিলেটে টিলা ধস

নিখোঁজ একই পরিবারের শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার

সিলেট ব্যুরো প্রকাশিত: জুন ১০, ২০২৪, ০২:০৮ পিএম
নিখোঁজ একই পরিবারের শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার

সিলেট মহানগরের মেজরটিলার চামেলীবাগ আবাসিক এলাকায় টিলা ধসে চাপা পড়া শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে সকাল সাড়ে ৬টার দিকে টিলাধসের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আগা করিম উদ্দিন (৩১), তার স্ত্রী শাম্মী আক্তার রোজি (২৫) ও ছেলে নাফজি তানিম (২)।

ঘটনার পরপর ফায়ার সার্ভিস, স্থানীয়রাসহ সিসিকের কর্মীরা নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালালেও সন্ধান মেলেনি। পরে উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনী।

এ ঘটনায় আহতরা হলেন– মাহমুদ উদ্দিন, বাবুল উদ্দিন, আগা বাচ্চু উদ্দিন, শফিক উদ্দিন।

সিসিকের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম জানান, টিলা ধসে মাটিচাপা পড়ে যাওয়া একই পরিবারের তিন জনের সন্ধানে ঘটনাস্থলে কাজ শুরু করে সেনাবাহিনীর একটি দল। এক পর্যায়ে মাটিচাপা পড়া করিমসহ তার স্ত্রী ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

শাহপরাণ থানার ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, বৃষ্টির কারণে টিলা ধসে একটি আধাপাকা ঘরের উপরে পড়ে ওই ঘরের নিচে একই পরিবারের তিন জন চাপা পড়ে মারা গেছেন। তাদের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

ইএইচ