নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে ৫ দিনব্যাপী পেশাগত দক্ষতা (জীবন-জীবিকা) ও কম্পিউটার প্রোগ্রামিং এন্ড নেটওয়ার্কিং বিষয়ে কারিকুলাম প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার সকাল ৮টায় উপজেলার নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজে মাধ্যমিক ও দাখিল মাদরাসার সকল কারিকুলাম বিস্তরণ-২০২৪ উপলক্ষ্যে জীবন ও জীবিকা ও ডিজিটাল প্রযুক্তির বিষয়ের শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়।
পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আরিফ সরকার এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
ডিজিটাল প্রযুক্তি বিষয়ে ৪ দিন ও জীবিকা বিষয়ে ৫ দিনব্যাপী সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।
মাধ্যমিক পর্যায়ের ডিজিটাল প্রযুক্তি বিষয়ে মোট ৫০ জন শিক্ষক ও জীবিকা বিষয়ে মোট ১০২ জন শিক্ষক মোট ১৫২ জন এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে যুগোপযোগী ও দক্ষ জনগোষ্ঠী তৈরিতে এ দুই বিষয়ের বাধ্যতামূলক এ প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন এনসিটিবি।
ইএইচ